• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

গোমস্তাপুরে দেড় বছর পর কবর থেকে মরদেহে উত্তোলন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০২৩

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রায় দেড় বছর পর গোলাম রাব্বানী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বাদীর আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুর সোয়া একটার দিকে গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর বিশুক্ষেত্রে কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উত্তোলনের সময় উপস্থিত ছিলেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.খালিদুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শওকত আলীসহ স্থানীয় বাসিন্দারা। গোলাম রাব্বানী গঙ্গলপুর বিশুক্ষেত্রের আশ্রয়ন প্রকল্প এলাকায় বাস করতেন।

বাদির আত্মীয় রহমত আলী বলেন, গত বছর ১৬ মার্চ তাঁর খালু গোলাম রাব্বানীকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যা করে প্রথম স্ত্রী ও তাঁর প্রেমিক। পরে বিষয়টি জানাজানি হলে তাঁর খালা ও মৃতের ছোট স্ত্রী সেরিনা বেগম গত বছর চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শওকত আলী বলেন, মামলার বাদী মৃতের ছোট স্ত্রী সেরিনা বেগম গত বছর ২০ জুন আদালতে অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে গোমস্তাপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে গোলাম রাব্বানীর মরদেহটি ময়না তদন্তের জন্য আদালতের কাছে আবেদন করা হয়। আদালত মরদেহটি উত্তোলনের অনুমতি দেয়। বুধবার দুপুরে ওই এলাকার কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তদন্ত রিপোর্টের জন্য গোলাম রাব্বানীর মরদেহটি বিকেলে রাজশাহী পাঠানো হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads